বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ মাকদসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন আদালত।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- নন্দীগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে আলমগীর (১৮), একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে শাহাদত হোসেন (২৮), দামগারা গ্রামের ছফি উদ্দিনের ছেলে আছকান আলী (২৫) ও নন্দীগ্রাম পূর্বপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে কাশমির হোসেন (১৯)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার ইমাম তাদের এ দণ্ডাদেশ দেন।
নন্দীগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতাউর রহমান বাংলানিউজকে জানান, ভোর রাতে গাঁজা সেবনকালে তাদের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের এ সাজা দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এমবিএইচ/আরএম