নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে পিকআপ ভ্যান চাপায় আবদুল হক (৫৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কের নদনা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল হক কুমিল্লা জেলার মনোহরগঞ্জের ভাওপুর গ্রামের মোবারক উল্লার ছেলে। তিনি সোনাইমুড়ীর বাংলাবাজার এলাকায় পান বিক্রি করতেন। আহতদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগঞ্জ-সোনাইমুড়ী সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বাংলাবাজারের দিকে যাচ্ছিলেন আবদুল হকসহ ৫ যাত্রী। পথে নদনা ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান তাদের অটোরিকশাকে চাপা দেয়।
এতে অটোরিকশাটি ধুমড়ে-মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই আবদুল হক নিহত হন। এসময় অটোরিকশাতে থাকা চালকসহ ৪ যাত্রী আহত হয়।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আলী বাংলানিউজকে জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এসএইচ