ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সাংবাদিক আসাদুজ্জামান ফিরোজ আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
সাংবাদিক আসাদুজ্জামান ফিরোজ আর নেই

বগুড়া: সাংবাদিক আসাদুজ্জামান ফিরোজ (৪৩) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে লিভার জন্ডিসে ভুগছিলেন।



দৈনিক আমার দেশ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন আসাদুজ্জামান। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে, স্ত্রীসহ সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছন।
 
শনিবার (৩১অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে বগুড়ার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।  
 
বাদজোহর শহরের ঠনঠনিয়ায় হাজীপাড়া মসজিদে জানাজা নামাজ শেষে তাকে ভাই পাগলার মাজারে দাফন করা হবে।
 
সাংবাদিক ফিরোজের মৃত্যুতে বগুড়া প্রেসকাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক আরিফ রেহমান পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমবিএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।