যশোর: যশোরের মণিরামপুর উপজেলায় ট্রাক খাদে পড়ে লিটুন (২২) নামে এক চালক নিহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটুন উপজেলার আগরহাটি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে একটি ট্রাক উপজেলার ভবানীপুর গ্রামে দিয়ে যাচ্ছিল। এসময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক লিটুনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এএটি/এসএইচ