কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ২ লাখ ৮০ হাজার লিটার দেশীয় মদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চকরিয়ার আজিজ নগর এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের নির্দেশে উদ্ধার হওয়া মদ ধ্বংস করা হয়েছে।
কক্সবাজার র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার এস এম সাউদ হোসেন বাংলানিউজকে জানান, আজিজ নগর থেকে দেশের বিভিন্ন স্থানে দেশীয় মদ সরবরাহ করা হয় -এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমজেড