ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় ২ লাখ ৮০ হাজার লিটার মদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
চকরিয়ায় ২ লাখ ৮০ হাজার লিটার মদ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ২ লাখ ৮০ হাজার লিটার দেশীয় মদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
 
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চকরিয়ার আজিজ নগর এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।



পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের নির্দেশে উদ্ধার হওয়া মদ ধ্বংস করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার এস এম সাউদ হোসেন বাংলানিউজকে জানান, আজিজ নগর থেকে দেশের বিভিন্ন স্থানে দেশীয় মদ সরবরাহ করা হয় -এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।