ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁও এক্সচেঞ্জের টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
খিলগাঁও এক্সচেঞ্জের টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে

ঢাকা: রাজধানীর খিলগাঁও টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন ‘৭২২’ গ্রুপের নম্বরসমূহ কারিগরি কারণে কলার আইডি সুবিধাসহ ‘৫৫১২’ গ্রুপের নম্বর দ্বারা রূপান্তর হচ্ছে।

গ্রাহকগণের পূর্বের টেলিফোন নম্বরের শেষ তিন ডিজিট অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন নম্বর হবে আট ডিজিটের।  

এছাড়া, ‘৭২১’ গ্রুপের টেলিফোন গ্রাহকগণের আবেদনের প্রেক্ষিতে তাদের নম্বর কলার আইডি সুবিধাসহ ‘৫৫১২’ গ্রুপের নম্বর দ্বারা রূপান্তর করা হবে।

বিটিসিএল এ বিষয়ে বিস্তারিত জানার জন্য গ্রাহকগণকে ৭২৫৩৩২২ ও ৫৫১২০০১০ টেলিফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে নম্বর পরিবর্তনের বিষয়টি জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।