সিলেট: সুনামগঞ্জে মদসহ এক যুবককে আটক করেছে র্যাব। আটক আনছার আলী (৩০) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার কিদ্দরপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে জামালগঞ্জ উপজেলার কুড়কাপসী এলাকায় অভিযান চালায় ৠাব-৯ এর একটি দল। এ সময় ২১৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ আনছার আলীকে আটক করে র্যাব সদস্যরা।
র্যাব-৯ সিলেটের সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ০৫৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এনইউ/আরআই