খুলনা: খুলনার ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সাভিসের ৬টি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (০৬ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সকাল সোয়া ১০টায় মহানগরীর সোনাডাঙা মজিদ স্মরণী এলাকার হাসপাতালটির ৩য় তলায় ইউপিএসের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বদরুল আলম বাংলানিউজকে জানান, ভারতীয় এ বেসরকারি হাসপাতালের তৃতীয় তলার ল্যাবের ইউপিএসের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহরিয়ার ফারুক জানান, হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও অন্যকারো কোনো ক্ষতি হয়নি। হাসপাতালে ১৪জন রোগী ছিলো। যাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এমআরএম/এসএইচ
** খুলনায় ফরটিস হাসপাতালে আগুন