বরিশাল: বরিশালে টেলিভিশন দেখা নিয়ে মা ও বোনের সঙ্গে ঝগড়া করে বেনজির আক্তার রুনা (২৪) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
শুক্রবার (০৬ নভেম্বর) রোডে সকাল ১০টার দিকে বরিশাল শহরের অক্সফোর্ড মিশন এলাকার ভাড়াবাসায় রুনার শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত রুনা ওই এলাকারা রানা ম্যানসনের ভাড়াটিয়া ও নগরের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা আ. লতিফ মিয়ার মেয়ে। তিনি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অনার্স শেষবর্ষের ছাত্রী ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বাড়িতে টেলিভিশন দেখা নিয়ে বোন ও মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় রুনার। পরে তিনি অভিমান করে নিজ শয়নকক্ষে চলে যান। শুক্রবার সকাল ৯টার দিকে তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতর ঢুকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান স্বজনরা।
পরে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. আনসার উদ্দিন বাংলানিউজকে জানান, টেলিভিশন না অন্য কোনো কারণে এ আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসআর