গাইবান্ধা: গাইবান্ধা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কল্পনা বেগম (৩০) ও রায়হান (১৪) নামে ২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৬ নভেম্বর) সকালে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের স্কুলেরবাজার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে কল্পনা বাড়ির উঠানে জিআই তারে ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ভাতিজা রায়হান কল্পনাকে বাঁচানোর চেষ্টা করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
স্বজনরা তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিলে দায়িত্বরত ডাক্তার উভয়কে মৃত্যু ঘোষণা করেন।
কুপতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আজিজ বাংলানিউজকে জানান, বিদ্যুতের তারের সঙ্গে লেগে কাপড় শুকানোর জিআই তার বিদ্যুতায়িত হলে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসএইচ