ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাজার দর

দাম কমেছে সবজির

ফররুখ বাবু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
দাম কমেছে সবজির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইলফটো)

ঢাকা: এরইমধ্যে রাজধানীর বাজারে পুরোদমে আসতে শুরু করেছে শীতের বিভিন্ন শাক-সবজি। পর্য‍াপ্ত সরবরাহ অব্যাহত থাকায় বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে এসব সবজির প্রতি কেজিতে দাম কমেছে ১০ থেকে ২০ টাকা।



একই সঙ্গে গত সপ্তাহের তুলনায় শুক্রবার (০৬ নভেম্বর) রাজধানীর বাজারগুলোতে কমেছে খাসির মাংসের দাম।

রাজধানীর মালিবাগ, মুগদা ও রামপুরা কাঁচা বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, রাজধানীর বাজারে আকার ভেদে ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৪৫ থেকে ৫০ টাকা।

নতুন আলুর দাম বাজার ভেদে ১০ টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, যা গত সপ্তাহে ৫০ টাকা ছিল।

আকার ভেদে লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস ৩৫ থেকে ৪০। আগের সপ্তাহে ছিল ৪৫ থেকে ৫০ টাকা।

১০ টাকা দাম কমে মুলা ও পটল ৩০ টাকা, ঝিঙ্গা ৪৫ টাকা, ধনিয়াপাতা ১২০ টাকা, শসা ৩০ টাকা, কাঁচা পেপে ২৫ টাকা, বরবটি ৬০ টাকায় প্রতিকেজি বিক্রি করছেন বিক্রেতারা।

পর্যাপ্ত সরবরাহ থাকায় শীতের সবজির দাম কমছে বলে জানিয়েছেন এসব কাঁচাবাজারের বিক্রেতারা।

মালিবাগ কাঁচাবাজারের ব্যবসায়ী মো. ইসমাঈল বাংলানিউজকে বলেন, ‘কাঁচা সবজি স্টক করা যায় না। নিয়মিত বাজারে আসছে প্রচুর। তাই দাম কমতে থাকবে। ’ 

একই কথা জানালেন রামপুর কাঁচাবাজারের ব্যবসায়ী রবিউল এবং মুগদার সবজি বিক্রেতা আবদুল হাই।

এদিকে বাজার ঘুরে দেখা যায়, এ সপ্তাহে দাম বেড়েছে ঢেঁড়শ, করলা ও পুরান আলুর। এক সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়ে ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৫০ টাকায় আর করলা ৬০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।

তবে বাজার ভেদে কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা বাড়তি দামে আলু বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়। ১০ টাকা বাড়তি দামে সপ্তাহ ব্যবধানে প্রতিকেজি দেশি টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকায় আর আর ভারতীয় টমেটো কিনতে হচ্ছে ৯০ টাকায়।

এদিকে চলতি মৌসুমে বাজারে প্রথম দেখা মিলেছে শালগমের। বাজার ভেদে কেজি প্রতি শালগম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।  

আর দ্রুত দাম কমছে শিমের। এক সপ্ত‍াহের ব্যবধানে প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১২০ টাকা।

কিছুটা ঝাল কমেছে কাঁচা মরিচেরও, প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকা।

গরুর মাংস ও মুরগীর দাম অপরিবর্তিত থাকলেও দাম কমেছে খাসির মাংসেরও।

রাজধানীর বিভিন্ন বাজ‍ারে প্রতিকেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকা করে। বাজার ভেদে যা গত সপ্তাহে ছিল ৫৮০ থেকে ৬০০ টাকা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে ৩৮০ টাকা করে গরুর মাংস বিক্রি হচ্ছে।

আর দেশি মুরগী প্রতিকেজি (আকার ভেদে) ২৫০ থেকে ৩০০ টাকা, পাকিস্তানি মুরগী ২০০ থেকে ২২০ এবং ফার্মের লাল মুরগী বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

ব্রয়লার মুরগী গত সপ্তাহের চেয়ে ১০ টাকা বেড়ে প্রতিকেজি ১৩০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।    

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এফবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।