ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

প্লেনের সিটের নিচে স্বর্ণ, মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
প্লেনের সিটের নিচে স্বর্ণ, মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে  ১৪ কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।



শুক্রবার (০৬ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ওই উড়োজাহাজের সিটের নিচে তল্লাশি করে এসব সোনা জব্দ করা হয়।

পরে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার মো. লুৎফুর রহমান এ বিষয়ে বিস্তারিত জানান।  

তিনি জানান, সকাল সোয়া ৮টার দিকে কুয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে ওই উড়োজাহাজে অভিযান চালানো হয়।

এ সময় ওই উড়োজাহাজের ১৯ (এ) আসনের নিচে তিনটি সারিতে রাখা ১৪ কেজি সোনা জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

‘হলুদ ও কালো রঙের স্কচটেপ দিয়ে এসব  সোনার বার আটকানো ছিল,’ বলেন কাস্টমস কমিশনার।   

তিনি বলেন, ১০ তোলা করে ১২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ হওয়া ১৪ কেজি স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।

লু‍ৎফর রহমান বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। প্লেনের সিটের নিচে কীভাবে এলো এবং কারা তা সেখানে রেখেছেন তা তদন্ত করে দেখছি।

তবে এ ঘটনায় এভিয়েশন সিকিউরিটিদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আমারা ধারণার কথা জানিয়ে তিনি বলেন, তবে তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না। বিষটি তদন্ত করে দেখছি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান কমিশনার লুৎফুর রহমান।

এর আগে সকাল সোয়া ৮টার দিকে ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) মো. শহীদুজ্জামান সরকারের নেতৃত্বে নেতৃত্বে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।

দলে আরও ছিলেন- সহকারী কমিশনার কাজী রায়হানুজ্জামান ও রাজস্ব কর্মকর্তা (প্রিভেন্টিভ) মো. মহিউদ্দীন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসজেএ/এমএ

** শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি সোনা জব্দ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।