কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় ১১ হাজার পিস ইয়াবাসহ শামসুল আলম ( ২৫ ) নামে এক যুবককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (০৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উখিয়ার রেজুখাল চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়।
আটক যুবক টেকনাফের পুরাতন পলংপাড়ার আবুল হাশেমের ছেলে।
কক্সবাজারস্থ বিজিবি ১৭ এর অধিনায়ক রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসএইচ