বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশি নারী ও পুরুষকে আটকের পর দুই বছর কারাভোগ শেষে দেশে ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার (০৬ নভেম্বর) দুপুর ১টায় ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, বাগেরহাটের মংলার শহর আলীর ছেলে ডালিম (৪০), শরণখোলা এলাকার নাসিরের ছেলে মিজান (৩৫), ঢাকার ডেমরার আলমের ছেলে আমির হোসেন (৪৫),আমির হোসেনের স্ত্রী বালু বেগম (৩৮), নূর (০৩), মুসকান (০৫), বরগুনা সদরের শফিউদ্দিনের ছেলে আসলাম (৪২), কুমিল্লা সদর দক্ষিণের হিরন মিয়ার ছেলে শাহিন (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ফিরোজের ছেলে মোশারেফ (২৮) ও আখাউড়ার ফয়েজের ছেলে স্বপন মিয়া (৩০)।
পুলিশ জানায়, ফেরত আসা বাংলাদেশিরা বিভিন্ন সময় দালালের মাধ্যমে ভালো কাজের আশায় সীমান্ত পথে ভারতের নয়াদিল্লি যান। সেখানে দালালচক্র তাদের ফেলে পালিয়ে আসে। এ সময় ভারতীয় পুলিশ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দেন।
সাজার মেয়াদ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে শুক্রবার তাদের দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসআর