ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রকাশক-লেখকদের হত্যা ও হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
প্রকাশক-লেখকদের হত্যা ও হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা, কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আমেদুর রশীদ টুটুল ও লেখক রণদীপম বসুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনা শাখা।

শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক হুমায়ুন কবীর ববি। বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুব আলম সোহাগসহ জোটের নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, একই দিনে একজন প্রকাশককে হত্যা এবং আরেকজন প্রকাশকসহ দুই লেখকের উপর হামলার ঘটনায় আমরা মর্মাহত, ব্যথিত।
 
অবিলম্বে সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।