ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কেন্দুয়ায় অটোরিকশা উল্টে মা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
কেন্দুয়ায় অটোরিকশা উল্টে মা-ছেলের মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।



শুক্রবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চন্দনকান্দি গ্রামে নেত্রকোনা-কেন্দুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূর্বধলা উপজেলার ভবের বাজার গ্রামের জরুল ইসলাম ফকিরের স্ত্রী মদিনা আক্তার (৩৫) ও তার ছেলে শুভ ইসলাম (১২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, যাত্রীবাহী অটোরিকশাটি নেত্রকোনা থেকে কেন্দুয়া যাচ্ছিলো। পথে বালুভর্তি একটি ট্রলি পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫/আপডেটেড: ১৬৪৩
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।