ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রঙের সম্পূর্ণ সমাধান দিচ্ছে ‘বার্জার পেইন্টস’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
রঙের সম্পূর্ণ সমাধান দিচ্ছে ‘বার্জার পেইন্টস’ ছবি: দিপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হোম ফেস্ট থেকে: দেয়াল ও আসবাবপত্রের রঙে সম্পূর্ণ সমাধান দিচ্ছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। রঙের দিক দিয়ে বার্জার ইলিউশান, লাক্সারি সিল্ক, ব্রিথইজি আর বার্নিশে বার্জার ইনোভেশনে মিলবে সব ধরনের সমাধান।


 
শুক্রবার (০৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় দুই দিনব্যাপী চলা হোম ফেস্ট ঢাকা ২০১৫’- এ বার্জার পেইন্টসের স্টলে খোঁজ নিয়ে পাওয়া গেলো এমন তথ্য। মেলার গুলনকশা হলের মূল দরজা পার হয়েই হাতের বাম পাশের একেবারে শেষ প্রান্তে পাওয়া যাবে স্টলটি।
হোম ফেস্ট উপলক্ষে বার্জার পেইন্টসের স্টলে চলছে ‘দ্য পারফেক্ট রুম’ ও ‘সিল্ক পেইন্টার’ নামের দু’টি গেম। এতে বিজয়ীকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে মগ।
 
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড’র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) এ কে এম সাদেক নেওয়াজ বাংলানিউজকে বলেন, বাজারে অনেক রঙ আছে। কিন্তু সঠিক ও গুণগত মানসম্মত রঙ নির্বাচন করাই ক্রেতাদের মূল চ্যালেঞ্জ। এক্ষেত্রে বার্জারের রঙকে নির্দিধায় গ্রহণ করতে পারেন। কেননা, বার্জার পেইন্টস আস্থার সঙ্গে যুগের পর যুগ রঙের সেবা দিয়ে আসছে।

তিনি বলেন, এসব রঙ আমাদের নিজস্ব প্রযুক্তি ও কারিগর দিয়ে তৈরি। যার ফলে গুণগত মান থাকে অটুট। আমরা প্রথম প্রাধান্য দেই গ্রাহক সেবার বিষয়টি।
 
বার্জার পেইন্টস’র স্টল সূত্র জানায়, সাত ক্যাটাগরিতে বার্জার ইলিউশনে রয়েছে ৮৪টি নকশা। এসব নকশা অফিস, বাসা, হোটেলের রুমে ব্যবহার করা যাবে। আর এর মূল্য নির্ধারণ করা হবে নকশা অনুযায়ী প্রতি বর্গফুট হিসেবে। নিজেরা পছন্দ অনুযায়ী রঙ নির্বাচন করতে পারবেন ক্রেতারা।
 
বার্জার ইলিউশনে কোনো ময়লা বা আবর্জনা লাগলেও তা হালকা লিক্যুইড সোপ দিয়ে পরিস্কার করা যাবে।  
 
‘দুনিয়া দেখবে যখন সিল্ক দিয়ে সাজবে জীবন’- এ শ্লোগান নিয়ে বার্জার পেইন্ট বাজারে এনেছে লাক্সারি সিল্ক। এটি পরিবেশবান্ধব, আবহাওয়া উপযোগী, স্থিতিস্থাপক ও দীর্ঘস্থায়ী। দেয়ালে এনে দেয় মসৃণ উজ্জ্বল ও রেশমি ফিনিশিং। তাই দেয়াল থাকে বছরের পর বছর একই রকম নতুন।
 
‘সতেজতার নিঃশ্বাসে সাজিয়ে দিন আপনার দেয়াল’- এ শ্লোগান নিয়ে ব্রিথ-ইজি রঙ গ্রাহকের কাছে নিয়ে এসেছে বার্জার পেইন্টস। এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব লেড ফ্রি রঙ। রঙ করার সময়ে কোনো প্রকার গন্ধ ছড়ায় না। এর ময়লাও লিক্যুইড সোপ দিয়ে পরিস্কার করা যাবে।
 
বার্নিশের সব ধরনের সমাধানের জন্য বার্জার পেইন্টস নিয়ে বাজারে নিয়ে এসেছে বার্জার ইনোভেশন। এটি বিভিন্ন কেমিক্যালের সমম্বয়ে তৈরি একটি বার্নিশ। যা করার পর আসবাবপত্র হয়ে যায় পুরোপুরি পানিরোধক (ওয়াটার প্রুফ)।
 
এছাড়া বার্জার ইনোভেশন করলে আসবাবপত্রে কোনো প্রকার পোকামাকড় আক্রমণ করবে না।
 
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার কাজী মোফরাদ মুন্তাসির বলেন, বার্জারের প্রতিটি রঙই পরিবেশবান্ধব ও টেকসই। বছরের পর বছর ব্যবহার করলেও রঙ নষ্ট হয় না। ফলে গ্রাহকরা খুব সহজেই পছন্দের তালিকায় বার্জার পেইন্টসকেই বেছে নেন।
 
বার্জার পেইন্টস ব্র্যান্ড প্রমোটর আশিকুর রহমান বিপু বলেন, আধুনিক ও উন্নত প্রযুক্তিতে তৈরি এসব রঙ আস্থার সঙ্গে গ্রাহকরা ব্যবহার করতে পারেন। অন্য রঙের তুলনায় বার্জার সবসময় এগিয়ে আছে, থাকবে। আমাদের সবচেয়ে বড় দিক হলো, গুণগত মান নিয়ে কোনো আপোস করি না।
এদিকে, মেলা শুরুর পর থেকেই বার্জার পেইন্টস’র স্টলে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। অনেকেই বার্জারের এসব পণ্যের সঙ্গে পরিচিত হচ্ছেন। স্টলের কর্মীরাও দক্ষতার সঙ্গে তুলে ধরছেন বার্জার পেইন্টস’র বিভিন্ন রঙের তথ্য।
 
উইন্ডমিলের আয়োজনে দুই দিনব্যাপী মেলার শেষ দিন শনিবার (০৭ নভেম্বর)।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
একে/জেডএস

** ঘর সাজাতে আড়ংয়ের পণ্য
** ঘর সাজানোর উপকরণ নিয়ে শুরু ‘হোম ফেস্ট’
** আসবাবপত্রের সব উপকরণ নিয়ে ‘আম্বার বোর্ডস’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।