ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে মুন মিডাজের মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
ময়মনসিংহে মুন মিডাজের মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুন মিডাজের মাসিক টার্গেট মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর) বিকেলে শহরতলী হোটেল সিলভার ক্যাসেলের হলরুমে মতবিনিময় অনুষ্ঠিত হয়।


 
লেকমি বাংলাদেশের ডিস্টিবিউটর ইমন বিন জিলানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন মিডাজের স্বত্বাবাধিকারী মো. শফিকুল ইসলাম আকন্দ।

উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব সেলস সুব্রত রায়, জোনাল অফিসার হাসান, সাইদুর রহমান, নয়ন দেবনাথ, রাসেল মিয়াসহ এরিয়া ম্যানেজার ও সেলস অফিসাররা।

পরে জনপ্রিয় শিল্পী শেখরের সংগীত পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে বিভিন্ন পর্যায়ের নৃত্যশিল্পীরা অংশ নেন।

এর আগে মো. শফিকুল ইসলাম আকন্দ তার বক্তব্যে বলেন, গ্রাহক চাহিদা পূরণের পাশাপাশি নিজেদের মেধা ও পরিশ্রমের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আত্মনির্ভশীল হিসেবে নিজের গড়ে তোলা সম্ভব বলে আমি বিশ্বাস করি।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।