ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে মাদকসেবী ও কাজীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
জয়পুরহাটে মাদকসেবী ও কাজীর কারাদণ্ড ছবি: প্রতীকী

জয়পুরহাট: জয়পুরহাটে এক মাদকসেবীকে ছয় মাসের ও এক কাজীকে সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  
 
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব দণ্ডাদেশ দেওয়া হয়।


 
বিকেলে পাঁচবিবি উপজেলায় মাদক সেবনের দায়ে ইমরান হোসেন নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর উদ্দিন আল ফারুক এ দণ্ডাদেশ দেন।
 
ইমরান হোসেন পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
 
এর আগে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচবিবির কয়া বিওপি ক্যাম্পের সদস্যরা মাদক সেবনকালে তাকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করে।  
 
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ওই মাদকসেবীকে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হবে।  
 
এদিকে, জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকায় বাল্যবিয়ের প্রস্তুতিকালে কাজী মাসুদ পারভেজকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।  
 
এ সময় নওগাঁর ধামইরহাটের বর সোহাগ ও মেয়ের বাবা বাড়ি থেকে পালিয়ে যায় বলে জয়পুরহাট থানার ওসি ফরিদ হোসেন জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।