নাটোর: নাটোরের লালপুর উপজেলায় অজ্ঞাত-পরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কদমচিলান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কদমচিলান ক্লিক মোড় এলাকায় নাটোর-পাবনা মহাসড়কের প্রায় ৫০০ গজ দূরে ধান ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, মরদেহটি সনাক্ত করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
এমজেড