ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৩ পুলিশকে প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
গাজীপুরে ৩ পুলিশকে প্রত্যাহার

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের একটি বিনোদন কেন্দ্রে পুলিশের ধাওয়ায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে শুক্রবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় তিন পুলিশকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।



প্রত্যাহার হওয়া পুলিশরা হলেন, জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল হক, এএসআই দিলীপ চন্দ্র সরকার ও এপিএসআই গোলাম মোস্তফা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে পিরুজালী এলাকার তরুবীথি নামে একটি বিনোদন কেন্দ্রের কক্ষে মনিরুজ্জামান মাদক সেবন করছিলেন। সংবাদ পেয়ে পুলিশ মধ্যরাতে ওই পার্কে অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পার্কের অন্যরা পালিয়ে গেলেও মনিরুজ্জামান অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে পুলিশ তাকে ছেড়ে দিয়ে পার্ক থেকে ফিরে যায়। রাতে ওই পার্কের একটি কক্ষে মনিরুজ্জামানের মৃত্যু হয়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ তাদের প্রত্যাহারের নির্দেশ দেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।