ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

অদম্য মেধাবীর স্বপ্ন পূরণে ফেইরি ল্যান্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
অদম্য মেধাবীর স্বপ্ন পূরণে ফেইরি ল্যান্ড

ঢাকা: দু’পায়ে কিভাবে হাঁটতে হয়, জন্ম থেকেই অজানা মশিউল আজমের। তার সহপাঠিরা যখন দুরন্তপনায় মেতে উঠতো তখন চেয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না তার।

জন্ম থেকেই তার দু’টি পা অকার্যকর। তবুও থেমে থাকেননি মশিউল। এগিয়ে গেছেন নানা প্রতিবন্ধকতাকে জয় করে। চালিয়ে গেছেন লেখাপড়া।
 
কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। তার একটি জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করলেন তিনি। মশিউল আজম ডিগ্রী পাস করেছেন। স্বাবলম্বী হওয়ার চেষ্টা সব সময়ই ছিল তার মনে। তার সেই স্বপ্ন আজ পূরণ হতে চলছে ফেইরি ল্যান্ডের মাধ্যমে। ফেইরি ল্যান্ড হচ্ছে নারী উদ্যোক্তা, কর্মজীবী, গৃহিনী ও নানান বয়সী মেয়েদের ফেসবুক গ্রুপ।
 
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর উত্তরা ক্লাবে প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষ্যে দিনব্যাপী গল্প, আড্ডার আয়োজনে অদম্য মেধাবী মশিউল আজমের হাতে তুলে দেওয়া হয় একটি ডেস্কটপ কম্পিউটার।
 
গ্রুপের সদস্যের মাধ্যমে মশিউল আজমের বিষয়টি জানতে পেরে ফেইরি ল্যান্ড তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। ফেসবুকের বিজনেস গ্রুপ ‘কেনাকাটা’য় তার একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। ঘরে বসেই তিনি যাতে চাকরি করতে পারেন, সেজন্য তার হাতে তুলে দেওয়া হয় কম্পিউটার, জানালেন গ্রুপ এডমিন রাফিকা আকতার।
 
যারা প্রতিবন্ধী হয়েও জীবনের সব বাধা পেরিয়ে শিক্ষিত হয়েছেন, কিন্তু কোথাও চাকরি পাচ্ছেন না, ফেইরি ল্যান্ড তাদের পাশে দাঁড়াতে চায়।

এর আগে এ গ্রপের সদস্যদের কেউ বিপদে পড়লে গ্রুপ থেকে টাকা তুলে তাকে সাহায্য করেছে, আইনগত সহায়তায় দিতে এগিয়ে গেছে। এছাড়া তারা অসহায় এতিমদের সাহায্য-সহযোগিতা করেছে, শীতকালে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে, কোরবানির সময় এতিমখানায় গরু কিনে দিয়েছে।
 
এ সম্পর্কে গ্রুপ সদস্য মীম সাবিহা সাবরীন জানান, আজকের জেনারেশনের মেয়েরা দিনের অনেকটা সময় ফেসবুকে কাটিয়ে দেয়। কিন্তু ফেসবুকে শুধু কথামালার জাল না বুনে বাস্তব জীবনেও একজন আরেক জনের সাহায্য-সহযোগিতা করতে পারে, পরস্পরের পাশে দাঁড়াতে পারে, সে লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের গ্রুপ এডমিনরা চেয়েছেন, ফেসবুকে কাটানো সময়টা অপরের জন্য উপকারে আসুক।  
 
গ্রুপের কো-এডমিন সায়মা সাঈদ জানালেন, ফেসবুক  মেয়েদের জন্য স্বয়ংসম্পূর্ণ ও শক্তিশালী একটি সামাজিক গ্রুপ গড়ে তোলার জন্য গত দুই বছর ধরে কাজ করে যাচ্ছে ফেইরি ল্যান্ডের সদস্যরা। শুধু ফেসবুকে নয়, বাস্তব জীবনেও যেন গ্রুপের মেয়েরা সামাজিক দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে- সে জন্য কিছুদিন পর পর আমরা বিভিন্ন ইভেন্ট এবং গেট টুগেদারের আয়োজন করে থাকি।
 
বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।