ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ডাকাতের হামলায় পুলিশ-সাংবাদিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
মাধবপুরে ডাকাতের হামলায় পুলিশ-সাংবাদিক আহত

ব্রাহ্মণবাড়িয়া: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর এলাকায় ডাকাতের হামলায় ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. বায়েজিদ ও এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো চিফ পীযূষ কান্তি আচার্য আহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে মাধবপুর হয়ে ফেরার পথে স্থানীয় আদাউর বেইলি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।



হবিগঞ্জের মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের এ সংবাদ জানিয়েছেন।

মাধবপুর থানার ওসি মো. মনির হোসেন জানান, মাইক্রোবাসযোগে যাওয়ার পথে তারা ডাকাতের কবলে পড়েন। ডাকাত দল তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে ছুটে যান ওসি।

নাসিরনগর থানার ওসি মো. আব্দুল কাদের বলেন, ট্রাফিক পুলিশের সার্জেন্ট বায়েজিদ ও সাংবাদিক পীযূষ কান্তি ডাকাতের কবলে পড়েছে বলে শুনেছি। ঘটনাস্থল হবিগঞ্জের মাধবপুরে হওয়ায় সেখানকার ওসি ঘটনাস্থলে গেছেন।

তবে হামলার শিকার পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।