গাজীপুর: গাজীপুর সদর উপজেলার পিরুজআলী এলাকায় বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৭ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. নাজমুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার পিরুজআলী এলাকার লোকজন সকালে বস্তাবন্দি ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহত নারীর নাক ও মুখ রক্তাক্ত অবস্থায় ছিল। তার পরনের ছিলো লাল রঙের সালোয়ার কামিজ।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
ওএইচ/এএ