কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার লিয়াপাড়া থেকে এলজি ও ছুরিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-লিয়াপাড়ার মৃত দলিলুর রহমানের ছেলে সালমান (২৫) ও মৃত কালামিয়ার ছেলে ইমাম হোসেন গুরাইয়্যা (২৮)।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বাংলানিউজকে জানান, আটক দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআই