ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বিশেষ অভিযান

প্রথম দিনে গ্রেফতার ৭৫, অস্ত্র-গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
প্রথম দিনে গ্রেফতার ৭৫, অস্ত্র-গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

বগুড়া: বগুড়ায় আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে বিশেষ গ্রেফতার অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের প্রথম দিনে পুলিশ জামায়াত-শিবির ও বিএনপির ২০ জন নেতাকর্মীসহ ৭৫ জনকে গ্রেফতার করেছে।

এ সময় বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও ভারতীয় বিক্রি নিষিদ্ধ ফেনসিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
 
 
শনিবার (০৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার (০৬ নভেম্বর) ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত গোটা জেলায় অভিযান চালিয়ে মোট ৭৫ জনকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতদের মধ্যে শেরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির আফছার উদ্দিন আহমেদ, ধুনট উপজেলা জামায়াতের সাবেক আমির হারুনুর রশিদসহ জামায়াত-শিবিরের ১৫ জন ও বিএনপির ৫ জন নেতাকর্মী রয়েছেন। গ্রেফতারকৃত বাকি ৫৫ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।  
 
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ ১২টি ককটেল, ১টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা, ৩০০ বোতল ফেনসিডিল, ৮০ পিস ইয়াবা ও ১৬ পুরিয়া হেরোইন উদ্ধার করে।
 
এ বিশেষ গ্রেফতার অভিযানে জেলার ১২টি থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ অংশগ্রহণ করছে। গ্রেফতার অভিযান অব্যাহত  থাকবে বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এমবিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।