ঢাকা: রোববার (৮ নভেম্বর) বিকেলে বসছে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। বিকেল ৪টা ৩০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে।
কাল থেকে শুরু হতে যাওয়া অধিবেশন দশম জাতীয় সংসদের অষ্টম এবং চলিত বছরের শেষ অধিবেশন। গত ১৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, অষ্টম অধিবেশন পুরো নভেম্বর জুড়েই চলবে। এরপর ২০১৬ সালের জানুয়ারিতে শুরু হবে শীতকালীন অধিবেশন। এই অধিবেশেন চলমান পরিস্থিতি নিয়ে অনির্ধারিত আলোচনা হবে। সংসদ নিয়ে বেসরকারি সংস্থা টিআইবি’র বিরূপ মন্তব্য নিয়ে সংসদে অনির্ধারিত আলোচনা করার কথা রয়েছে।
জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ বাংলানিউজকে জানান, “এবার অধিবেশনে বেশ কিছু বিল রয়েছে, সেগুলো পাস হতে পারে। এছড়া সম্প্রতি টিআইবি সংসদ নিয়ে যে মন্তব্য করেছে তার উপর আলোচনা হবে। এমনকি এ নিয়ে স্পিকারের রুলিং চাওয়া হতে পারে। টিআইবিকে সংসদ নিয়ে এ ধরণের মন্তব্য করার অধিকার কে দিয়েছে? এ নিয়ে অনেক সদস্যই আলোচনা করবে। ”
এছাড়া কার্যপ্রণালী বিধি অনুযায়ী সিটিং সংসদ সদস্য (এমপি) মারা গেলে তার উপর শোক প্রস্তাব আনবেন প্রধান হুইপ। পরে সেই শোকপ্রস্তাবের উপর আলোচনা শেষে তা সংসদে গৃহীত হবে। গত সপ্তম অধিবেশনের পর হতে অষ্টম অধিবেশন শুরুর আগ পর্যন্ত সময়ের মধ্য সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী মারা যান। তার উপর আলোচনা শেষেই প্রথম দিনের কার্যসূচি সমাপ্ত হবার কথা রয়েছে।
সংসদ সচিবালয়ের আইন শাখা হতে প্রাপ্ত তথ্যমতে অষ্টম অধিবেশনে নতুন পুরাতন মিলে ১৪টি বিল জমা রয়েছে। এগুলোর মধ্যে ১০টি গত অধিবেশনেই উত্থাপিত হয়। এসব বিলের মধ্যে পাসের অপেক্ষায় রয়েছে সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন এন্ড প্রিভিলেজেস) সংশোধন বিল, ২০১৫, বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল, ২০১৫, উন্নয়ন সারচার্জ ও লেভী (আরোপ ও আদায়) বিল ২০১৫, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল, ২০১৫, ট্রেডমার্ক (সংশোধন) বিল, ২০১৫, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল, ২০১৫, পোর্টস (সংশোধন) বিল, ২০১৫, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল ২০১৫, বাংলাদেশ কয়েনস (সংশোধন) বিল ২০১৫, গণকর্মচারী (বিদেশী নাগরিকের সহিত বিবাহ) বিল, ২০১৫,
এছাড়া ৪টি নতুন বিল উত্থাপন হবে অষ্টম অধিবেশনে।
উত্থাপনের অপেক্ষায় নতুর চার বিল হচ্ছে, উদ্বৃত্ত সরকারি কর্মচারি আত্তীকরণ বিল, ২০১৫, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৫, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিল, ২০১৫, রাষ্ট্রপতি অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা বিল, ২০১৫।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর ২৯ জানুয়ারি প্রথম অধিবেশনের মধ্য দিয়ে দশম জাতীয় সংসদের পথচলা শুরু হয়। এরই মধ্যে দুটি বাজেট অধিবেশনসহ ৭টি অধিবেশন শেষ হয়েছে। গত নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করায় প্রথমবারের মতো সাবেক ফার্স্ট লেডি বেগম রওশন এরশাদের নেতৃত্বের বিরোধী দলের ভূমিকা পালন করছে জাতীয় পার্টি। দশম সংসদ গঠনের পর বিরোধী দলের সংসদ বর্জনের সংস্কৃতি দূর হয়েছে। প্রথম অধিবেশন থেকেই বিরোধী দল সংসদে উপস্থিত থেকে বিভিন্ন ইস্যুতে আলোচনা-সমালোচনা করে আসছে। যদিও বিভিন্ন মহল থেকে বর্তমান বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে শুরু থেকেই।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
এসএম/আরআই