ঢাকা: রাজধানী রমনায় অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট জজ এম হাসান ইমামের বাসার গৃহকর্মী মিতুর (১২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৭) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
রমনার থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বাংলানিউকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে এম হাসান ইমামের কাছ থেকে খবর পেয়ে পশ্চিম হাজিপাড়ার রূপায়ন খান টাওয়ার এর বি/৮ বাসায় গিয়ে তিনি ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান।
শিশুটির গ্রামের বাড়ি ভোলা জেলার সদর থানা ভেদুরিয়ায়। তার বাবা আবু সাইদ একটি হত্যা মামলায় কারাগারে।
তিনি আরও জানান, শিশুটির মা সাত বছর আগে আত্মহত্যা করেন। তার সৎ মা-ও একইভাবে মারা যান।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
ওএইচ/এএ