ঢাকা: আনসারুল্লাহ বাংলাটিমকে (এটিবি) সন্দেহের মূলে রেখে প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা ও শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনের ওপর হামলার ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়ন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
শনিবার (০৭ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
মনিরুল ইসলাম বলেন, প্রকাশকদের ওপর হামলার ঘটনায় আনসারুল্লাহ বাংলাটিমকে সন্দেহের মূলে রেখে তদন্ত শুরু হয়েছে। আমাদের ধারণা, এটিবি’র কোনো আম্ব্রেলা (অঙ্গসংগঠন) এ হামলা চালিয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) চার টিমের সবচেয়ে দক্ষ কর্মকর্তারা হামলার সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছেন বলেও জানান তিনি।
প্রকাশকদের ওপর হামলার ঘটনায় ফেনী থেকে ডিবি কাউকে গ্রেফতার করেছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এনএ/এএসআর