ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর থেকে চারদিন নিখোঁজ থাকা মারুফ (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৭ নভেম্বর) কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলম বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি জানান, বেলা ১২টার দিকে কুরারঘাট হাসপাতালের পেছনের ময়লাযুক্ত পানি থেকে মারুফের মরদেহ উদ্ধার করা হয়।
মারুফের পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঘুড়ি ওড়াতে গিয়ে কাদা-পানিতে তলিয়ে যায় মারুফ।
মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এজেডএস/এফবি/এএ