ঢাকা: স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নির্বাচন আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে মহাসচিব পদে প্রার্থী হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার।
শনিবার (০৭ নভেম্বর) ডা. দেবেশ চন্দ্র তালুকদার বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ১৩ নভেম্বর স্বাধীনতা চিকিৎসক পরিষদের নির্বাচন আনুষ্ঠিত হবে। আমি ওই নির্বাচনের মহাসচিব পদপ্রার্থী।
নির্বাচনে ভোটার ১৩ হাজার ২শ ২৩ জন জানিয়ে তিনি সবার কাছে দোয়া চান, যাতে নির্বাচনে জয়ী হয়ে চিকিৎসাসেবায় আরও বেশি অবদান রাখতে পারেন।
ডা. দেবেশ চন্দ্র তালুকদার ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আহ্বায়ক এবং ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেস্বর ০৭, ২০১৫
ওএইচ/এএ