সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে বেবিয়া আশরাফ বেবী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (৭ নভেম্বর) সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে বেবিয়া আশরাফ সাহেপাড়া এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে পাঁচ বোতল ফেনসিডিলও জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এএটি/এটি