ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সমবায় দিবসে সিলেটে র‌্যালি, আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
সমবায় দিবসে সিলেটে র‌্যালি, আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস ২০১৫।

শনিবার (০৭ নভেম্বর) সকালে সিলেট সমবায় বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।



সিলেট বিভাগীয় সমবায় বিভাগের যুগ্ম নিবন্ধক খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ।

র‌্যালিতে সিলেট জনকল্যাণ সঞ্চয় সমবায় সমিতি লিমিটেড, সিলেট বাস্তুহীন সঞ্চয় সমবায় সমিতি, সূর্যের হাসি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, সিলহট্ট আলোর দিশারী ক্ষুদ্র সমবায় সমিতি, প্রগতি পথশিশু কল্যাণ সোসাইটি, মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি, ভাটিবাংলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতি, শাহজালাল (রহ.) ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি, মনোবল সঞ্চয় ক্ষুদ্র সমবায় সমিতি, বসুন্ধরা সমবায় সমিতি অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।