ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩২৫ লিটার চোলাই মদসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
বরিশালে ৩২৫ লিটার চোলাই মদসহ আটক ৫ ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালে ৬টি জারভর্তি ৩২৫ লিটার দেশীয় চোলাই মদসহ ৫ ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে নগরের ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, সুজন দাস, অশোক, সীমান্ত, শিবা ও সজল। এরা সবাই ভোলা সদর উপজেলার বাসিন্দা।

বরিশাল এপিবিএনের পরিদর্শক শাখাওয়াত বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফজলুল হক অ্যাভিনিউতে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।