টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে মেয়ের হাতে ফিরোজা বেগম (৫৫) নামে এক মা খুন হয়েছেন।
শুক্রবার(৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার উদ্যমপুরবর্ণী গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার বেলুয়া গ্রামের আবদুস সাত্তারের মেয়ে শামছুন নাহারকে দেড়যুগ আগে উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণী গ্রামের লিয়াকত আলির সঙ্গে বিয়ে দেওয়া হয়। সম্প্রতি তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার খবর পেয়ে মা ফিরোজা বেগম মেয়েকে দেখতে যান।
শুক্রবার রাতে শামছুন নাহার হঠাৎ করেই মায়ের ওপর চড়াও হয়ে তার ডান কান কামড়ে ছিঁড়ে ফেলে এবং শ্বাসরোধ করে হত্যা করে। শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘাতক মেয়েকে আটক করে এবং লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এঘটনায় নিহতের ছেলে ফরহাদ আলি বাদী হয়ে দুপুরে শামছুন নাহারকে আসামি করে গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
পিসি/