ঢাকা: ভারত সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব।
শনিবার (০৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।
এ সময় সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশানস) রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব তাকে স্বাগত জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সফরকালে নৌপ্রধান ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল আর কে ধওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়াও ভারতের সেনা ও বিমান বাহিনী প্রধান এবং কোস্টগার্ড মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সফরের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনী জাহাজ ও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান।
আইএসপিআর জানায়, এ সফরের মধ্য দিয়ে প্রতিবেশী ভারত ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে।
ভারতীয় নৌবাহিনীর আমন্ত্রণে নৌবাহিনী প্রধান সস্ত্রীক দুইজন সফরসঙ্গীসহ গত ০১ নভেম্বর ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
জেপি/এমএ