ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
ফরিদগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুর জেলার ফরিদগঞ্জে ট্রাক চাপায় কান্তি নম‍ঃ দাস (২২) নামে এক বাইসাইকেল আরোহী ম‍ারা গেছেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফকিরবাজার এলাকায় চাঁদপুর-লক্ষীপুর সড়কে এ ঘটনা ঘটে।



কান্তির বাড়ি রামগঞ্জ উপজেলা শেফালীপাড়ায়।

প্রত্যক্ষদর্শী মো. বাবুল বাংলানিউজকে বলেন, সকালে চাঁদপুর-লক্ষীপুর সড়ক দিয়ে কান্তি নম‍ঃ দাস বাইসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিকে থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ত‍ার মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বাংলানিউজকে জানান, দুপুরে নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়েরের প্রস্ততি চলছে, জানান নাজমুল।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।