ফরিদপুর: ‘সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) ফরিদপুর জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায় সংগঠনগুলোর আয়োজনে ৠালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল দিবসটির কর্মসূচিতে।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি শেখ ফয়েজ আহমেদ।
স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা ও আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সফিউদ্দিন আহমেদ। আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আক্কাস হোসেন, ফরিদপুর সদর উপজেলা সমবায় বিভাগ সমন্বয়কারী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. আবু নাঈম, সমবায়ী আলেয়া বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ০৭,২০১৫
ওএইচ