ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘১০ বছর পরে কেউ নিরক্ষর থাকবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
‘১০ বছর পরে কেউ নিরক্ষর থাকবে না’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আগামী ১০ বছর পরে বাংলাদেশে কেউ নিরক্ষর থাকবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শনিবার (০৭ নভেম্বর) ঢাকা কমার্স কলেজের ২৫বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

         

পরিকল্পনা মন্ত্রী বলেন, চল্লিশ বছর আগে দেশের মোট জনগোষ্ঠীর মাত্র ১৭ শতাংশ অক্ষর জ্ঞান সম্পন্ন ছিল, আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ শতাংশে। আমি এখানে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে বলছি, আগামী ১০ বছর পরে এদেশে কোনো কৃষক, ট্যাক্সি ড্রাইভারসহ কেউই নিরক্ষর থাকবে না।

সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল সব শিশুদের বিদ্যালয়মুখী করা। এ কাজটি এরই মধ্যে সফলভাবে সম্পন্ন করেছি।

‘এখন চ্যালেঞ্জ হল- শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করা এবং শিক্ষার মান বাড়ানো। বর্তমান সরকার সবাইকে সঙ্গে নিয়ে এ দুই কাজ করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে,’ বলেন পরিকল্পনা মন্ত্রী।

জ্যাক পারকিনসন ও জাস্ট ফাল্যান্ডের লেখা ‘বাংলাদেশ, দ্য টেস্ট কেস’ বইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ দুই অর্থনীতিবিদ ব্যঙ্গ করে বলেছিলেন, যদি বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করে তবে পৃথিবীর সব দেশই উন্নতি করবে। বাঙালি আজ দেখিয়ে দিয়েছে তাদের ধারণা কতটা ভুল।

‘আজ বিশ্ববিখ্যাত রেটিংস প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপারস (পিডব্লিউসি) বলছে ২০৫০ সালে বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর ২৩তম অর্থনীতি হবে,’ বলেন আ হ ম মুস্তাফা কামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাইদ।  

এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কলেজের রজত জয়ন্তীর অনুষ্ঠানমালার সূচনা হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক।

এরপর কলেজের হল রুমে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন গভর্নিং বডির আরেক সদস্য ডা. মো. আবদুর রশিদ।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এমআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।