ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক ভবন নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
সড়ক ভবন নির্মাণ কাজের উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয় ‘সড়ক ভবন’ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (০৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ১২তলা বিশিষ্ঠ এই ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।



এ সময় উপস্থিত ছিলেন- সড়ক ও সেতু সচিব এন এম সিদ্দিক, সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১৪৫ কোটি ৬৫ ল‍াখ টাকা ব্যয়ে ভবনটি বেশ দৃষ্টিনন্দন এবং আরসিসি কাম-স্টিল কাঠামোর ওপর নির্মিত হচ্ছে।

মন্ত্রী নির্মাণ কাজের সূচনা করে কিছুক্ষণ নির্ম‍াণ কাজ পরিদর্শন করেন।

‘তিন বছর আগে আদালতের নির্দেশে আগে ৫০ বছরের স্থাপনা সড়ক ভবন ছেড়ে দিতে হয়েছিলো। নতুন ভবন নির্মাণ হলে কাজের অনুকূল একটি পরিবেশ তৈরি হবে।

জনস্বার্থে এই ভবন বড় ভূমিকা রাখবে বলে মনে করেন মন্ত্রী।

এছাড়া বিআরটিএরও আলাদা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

ভবনটিতে ৮শ’ আসন বিশিষ্ঠ মিলনায়তনসহ বিভিন্ন আকারের কনফারেন্স হল, সেমিনার হল, প্রার্থনা কক্ষ, পাবলিক প্লাজা, পাঠাগার, ক্যাফেটোরিয়া, ডে, কেয়ার সেন্টার, ২০০ গাড়ি পার্কিং ইত্যাদি।

ভবনের ছাদে ফটো ভোল্টিক সেল স্থাপন করে সৌর বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এনার্জি এফিসিয়েন্ট করার ব্যবস্থা রাখা হয়েছে। আর ছাদের অবশিষ্ঠ অংশ সবুজ শ্যামলিমায় আচ্ছাদিত রাখা হয়েছে। এছাড়া বৃষ্টির পানি সর্বোত্তম ব্যবহারের ব্যবস্থা থাকবে।

প্রতিভা-নাভানা অংশীদার ভিত্তিতে ২০১৮ সালে ভবন নির্ম‍াণ শেষ হওয়ার কথা ।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।