লালমনিরহাট: লালমনিরহাটে এক ভুয়া পরীক্ষার্থীসহ ৩ জনকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে লালমনিরহাটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- ভুয়া পরীক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র আবু সুফিয়ান(২৫), লালমনিরহাট সরকারি কলেজের হাবিবুর রহমান(২২) ও প্রদীপ কুমার(২২)।
মজিদা খাতুন সরকারি কলেজের প্রভাষক জাকির হোসাইন বাংলানিউজকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় বর্ষের ইংরেজি(আবশ্যিক) বিষয়ের পরীক্ষা দুপুর ১টায় মজিদা খাতুন সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ সময় ২০৬ নম্বর কেন্দ্র থেকে ভুয়া পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিতে এসে আবু সুফিয়ানকে আটক করা হয়।
এরপর মোবাইল ফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২০২ নম্বর কেন্দ্র থেকে হাবিবুর রহমান ও প্রদীপ কুমারকে আটক করা হয়।
পরে আটককৃতদের লালমনিরহাটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএইচএম মাহফুজার রহমান বাংলানিউজকে জানান, সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
পিসি