ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় দুই দিনব্যাপী ছাগল পালন প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
ভোলায় দুই দিনব্যাপী ছাগল পালন প্রশিক্ষণ

ভোলা: ছাগল পালনের উপর ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে টুমচরে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার কর্মকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।



পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এর আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খামারি আমিরন বেগম।

এসময় আরও বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মো. ইউছুফ, প্রাণী সম্পদ ইউনিটের চিকিৎসক ডা. খলিলুর রহমান ও ভেলুমিয়া শাখার ব্যাবস্থাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
 
কর্মসূচির আওতায় মোট ২৬জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।