সৈয়দপুর (নীলফামারী): ‘চেহারা সুন্দর হলে ভালবাসা হয়না, ভালবাসতে মন লাগে’। ব্লেড দিয়ে নিজের হাত কেটে ও শ্রেণিকক্ষের ব্ল্যাকবোর্ডে এ কথা লিখে উত্ত্যক্তের প্রতিবাদ জানিয়েছে এক স্কুলছাত্রী।
গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতের তালুর ক্ষতস্থানে ১৪টি সেলাই দেওয়া হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) দুপুরে আলোচিত এ ঘটনা ঘটে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র আরিফ হোসেন (১৫) দীর্ঘদিন ধরে নবম শ্রেণির ছাত্রী ইরশানাকে (১৩) প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। মেয়েটি সাড়া না দেওয়ায় প্রায়ই তাকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করতো আরিফ।
রোববার দুপুরে স্কুল ছুটির পর আরিফ মেয়েটির সামনে গিয়ে আবারো প্রেমের প্রস্তাব দিয়ে আলতোভাবে নিজের হাতে ব্লেড চালাতে থাকে। এতে মেয়েটি বিরক্ত হয়ে ব্লেড কেড়ে নিয়ে নিজের হাতের তালু কেটে ক্ষত-বিক্ষত করে। এরপর চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখে, ‘চেহারা সুন্দর হলে ভালবাসা হয়না, ভাবাসতে মন লাগে’।
এ ঘটনায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা হতবাক হয়ে যায়। পরে মেয়েটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হাতের তালুতে মোট ১৪টি সেলাই দেওয়া হয়।
কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বিষয়টি জানামাত্রই মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআর