ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর এলাকার একটি পুকুর পাড় থেকে আটটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) সকালে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
ছাগলনাইয়া থানার পরিদর্শক মো. রাশেদ খান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই এলাকার জাফর মোল্লার বাড়ির পুকুর পাড়ে অভিযান চালায় পুলিশ। এসময় পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত ককটেলগুলো পাওয়া যায়।
তিনি আরো জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশে ককটেলগুলো এখানে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআই