ঢাকা: দ্বিতীয় দফায় বাংলাদেশে সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপসহকারী মন্ত্রী উইলিয়াম ই টড এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা বিষয়ক পরিচালক ক্লিনটন ব্রাউন।
রোববার (৮ নভেম্বর) শ্রীলঙ্কা থেকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য বাংলাদেশে ফেরেন তারা।
ঢাকায় অবস্থানকালে মুখ্য উপসহকারী মন্ত্রী টড বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা অবস্থা ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
সফরকালে টড বলেন, আমাদের উভয় দেশই উপকৃত হয়, যখন একে অপরের সঙ্গে সহযোগিতা করি, যেমনটি আমরা অনেক বিষয়েই করে থাকি। বিভিন্ন বৈশ্বিক বিষয়ে যেমন, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন এবং সহিংস চরমপন্থা প্রতিরোধে আমরা একই দৃষ্টিভঙ্গি নিয়ে একই লক্ষ্যে কাজ করি।
তিনি আরও বলেন, সাম্প্রতিক দশকে এ দু’টি দেশের মধ্যকার অংশীদারিত্বের ফলে যা অর্জিত হয়েছে, তাতে আমি গর্বিত। আমি আত্মবিশ্বাসী যে, আজকে আমরা যে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি, তা আমরা একত্রে মোকাবেলা করব। আমাদের জনগণের মধ্যকার ক্রমবর্ধমান বন্ধন প্রতীয়মান করে, আমরা ভবিষ্যৎ সম্পর্ক অনেক প্রতিশ্রুতিশীল।
মুখ্য উপসহকারী মন্ত্রীর দায়িত্বের আগে টড কম্বোডিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি গণতন্ত্রের অগ্রসরতা, মানবাধিকার, আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাস প্রতিরোধ ও বানিজ্য এবং বিনিয়োগ বাড়াতে লক্ষ্যে কাজ করেন। কম্বোডিয়ায় দায়িত্ব পালনের আগে তিনি কাবুলে যুক্তরাষ্ট্র দূতাবাসের উন্নয়ন ও অর্থনীতি বিষয়ক সমন্বয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। টড যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। পনের বছরের বেশি সময় ধরে তিনি দেশটির জ্যেষ্ঠ পর্যায়ের কর্মকর্তা হিসেবে কাজ করছেন। মার্কিন দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
জেপি/আরএম