ফরিদপুর: ফরিদপুরের সালথায় আবু তালেব (২০) নামে এক কলেজ ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৮ নভেম্বর) দুপুরে উপজেলার রায় বল্লভদী গ্রামের মালডাঙ্গীর বিলপাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আবু তালেব উপজেলার বল্লভদী ইউনিয়নের ভর বল্লভদী গ্রামের বাকা ফকিরের ছেলে ও মুকসুদপুর ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার গজারিয়া এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় আবু তালেব। পরে আর বাড়িতে ফিরে আসেনি। দুপুরে রায় বল্লভদী গ্রামের মালডাঙ্গীর বিলপাড়ে আবু তালেবের গলাকাটা মরদেহ দেখতে পান কয়েক শ্রমিক।
সালথা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আবু তালেবকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
বিএস