কুষ্টিয়া: বাংলাদশে ইসলামিক স্টেট’র (আইএস) স্ট্রাকচার নেই বলে মন্তব্য করেছেন র্যাব’র মহাপরিচালক বেনজীর আহমেদ।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ৪টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইনে আইন-শৃংখলা পরিস্থিতি বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ওয়ের্স্টান পাওয়ার-যুক্তরাজ্য, জামার্ন, ফ্রান্স, আমেরিকাও বলেনি বাংলাদেশে যা হচ্ছে তার সঙ্গে আইএস’র সংশ্লিষ্টা রয়েছে। বাংলাদেশ থেকে কেউ নিজেকে আইএস দাবি করে সংগঠনের নাম উল্লেখ করে সোস্যাল মিডিয়ায় তথ্য প্রকাশ করলে সংগঠনের অস্তিত্ব প্রমাণ হয় না। বাংলাদেশের টঙ্গী এবং যাত্রাবাড়ী থেকে অনলাইন অ্যাক্টিভিটি দেখা গেছে। অর্থাৎ এই আইএস মেড ইন টঙ্গী, মেড ইন যাত্রাবাড়ী।
বেনজীর আহমেদ আরও বলেন, এ দেশের সরকার-জনগণের সঙ্গে আইএস’র কোনো বিরোধ নেই। আইএস এখন আমেরিকা, রাশিয়া, সিরিয়া, ইরাক সরকারের মুখোমুখি।
বিদেশিদের হত্যা, ধর্ম যাজকের ওপর হামলা, দুই পুলিশ সদস্য খুন- এসব ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে অনেককে শনাক্ত করাও গেছে, জানান তিনি।
এসময় খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান, বিজিবি’র কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল হ্লা হেন মং প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এটি