ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
বেনাপোলে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- বেনাপোল চেকপোস্টের বিজয় সুইটস, পূবালী হোটেল, তরিকুল স্টোর, সোহেল স্টোর ও আসিফ এন্টারপ্রাইজ।



রোববার (০৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপস্থিতিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তরের যশোর জেলার সহকারী পরিচালক সোহেল শেখ এ অভিযান পরিচালনা করেন।

তিনি বাংলানিউজকে জানান, বেনাপোল স্থলবন্দর এলাকার বিভিন্ন খাবার হোটেল, ফার্মেসি ও ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়ম হচ্ছে- এমন খবরের ভিত্তিতে তারা ওই প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালান। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি, পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে ওই পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে সহযোগী হিসেবে ছিলেন- কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যশোর জেলা সদস্য জিন্নাতুন নাহার শিলা ও আব্দুর রকিব সরদার।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।