ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চরভদ্রাসনে যুবকের চোখ উপড়ে দিলো প্রতিপক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
চরভদ্রাসনে যুবকের চোখ উপড়ে দিলো প্রতিপক্ষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের ফাজেলখার ডাঙ্গী গ্রামে পূর্ব শত্রুতার জেরে সামচুদ্দিন শিকদার (২২) নামে এক যুবকের চোখ উপড়ে দিয়েছে প্রতিপক্ষ। এছাড়া ওই যুবকে কুপিয়ে মারাত্মক আহতও করা হয়েছে।



রোববার (০৮ নভেম্বর) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার বিষয়টি বাংলানিউজকে জানান ।

তিনি বলেন, আহতের পিতা আ. আউয়াল শিকদার বাদী হয়ে চরভদ্রাসন থানায় এদিন দুপুরে একটি মামলা দায়ের করেছেন।   আমরা আসামিদের গ্রেফতারের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে আমরা স্থানীয়দের সহযোগিতা কামনা করছি।

বিকেলে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আহত যুবকের চোখ অপারেশন করা হয়। তার চিকিৎসক ডা. আনিছুর রহমান আহতের বাম চোখ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন।

এর আগে, শনিবার (০৭ নভেম্বর) রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে স্থানীয় বেড়িবাঁধ সড়কের তিন রাস্তার মোড় এলাকায় প্রতিপক্ষের হামলার শিকার হন সামচুদ্দিন শিকদার। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী আইয়ূব শিকদারের পুত্র রাজিব শিকদারের (২৪) নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল চাপাতি ও রাম দা দিয়ে ওই যুবককে কুপিয়ে তার বাম চোখ নষ্ট করে দেয়। এছাড়া আহত যুবকের মাথায়, ঘাড়ে, পিঠে ও পায়ে গুরুতর জখম রয়েছে।

আহতের পিতা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আইয়ূব শিকদারের সঙ্গে তার জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিলো। এরই জের ধরে সন্ত্রাসী ভাড়া করে প্রতিহিংসাবশত তার ছেলেকে পঙ্গু করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।