মাগুরা: মাগুরা সদর উপজেলার রামনগর দূর্গাপুর সরকারি আশ্রয়ন কেন্দ্রে আগুন লেগে ভূমিহীন পরিবারের ১০টি বসতঘর পুড়ে গেছে।
রোববার(৮ নভেম্বর)দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আরাফাত হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে আশ্রয়ন কেন্দ্রের একটি তালাবদ্ধ ঘর থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। যা দ্রুত ছড়িয়ে পড়লে ১০টি বসতঘরের টিন, কাঠ, ভেতরে থাকা আসবাপত্রসহ সব জিনিসপত্র পুড়ে যায়।
মাগুরা দমকল বাহিনীর পরিদর্শক এম মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আশ্রয়নে গিয়ে বেশ কিছুক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
পিসি